Tar Hawate Lyrics | Imran | Kona

Tar Hawate Lyrics | Imran | Kona

তর হাওয়াতে গানের কথা লিখেছেন ইমরান মাহমুদুল এবং কনা অপারেশন সুন্দরবন বাংলা মুভির গান। সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। তর হাওয়াতে চোলে জে ডানা গানের কথা লিখেছেন এস কে দীপ। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আসাদ, রোশান, দর্শনা, রিয়াজ, আরমান পারভেজ মুরাদ, তাসকিন, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামানিক, তুয়া চক্রবর্তী, সামিনা প্রমুখ।

তারা হাওয়াতে গানের বিস্তারিত তথ্য:

  • গানের নামঃ তার হাওয়াতে Tar Hawate
  • গায়কঃ ইমরান মাহমুদুল ও কনা Imran Mahmudul And Kona
  • সঙ্গীতঃ অম্লান চক্রবর্তী Aamlaann Chakraabarty
  • গানের কথাঃ এস কে ডিপ S K Dip
  • বিন্যাস এবং প্রোগ্রামিং: বব এসএন Bob SN
  • কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনাঃ দীপঙ্কর দীপন Dipankar Dipon
  • DOP: সৌম্যদীপ্ত ভিকি গিন এবং রম্যদীপ সাহা Soumodipto Vicky Guin And Ramyadip Saha
  • শিল্প পরিচালকঃ তাপস সরকার Tapas Sarkar
  • সম্পাদকঃ মোঃ কালাম Md. Kalam
  • প্রযোজনা: র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড RAB Welfare Co-operative Society Limited
  • সহযোগী প্রযোজক: ফরচুন গ্রুপ  Fortune Group
  • লেবেল: জি সিরিজ  G Series

Tar Hawate Lyrics In Bengali:

না বলা কথা রেখেছি তুলে
এ মন উদাসী তোমাকে ছুঁলে,
নাম না জানা কোনো বিকেলে
সে কথা শুনাবো তোমাকে পেলে,
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি

আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে,
কথা, এ মনে তার কথা আসে
ছবি, দু’চোখে তার ছবি ভাসে। 
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।। 
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া,
ছায়া, এ চারিপাশে তোরই ছায়া
মায়া, এ বুকে জমা কত মায়া। 
তার হাওয়াতে চলে যে ডানা
তার হাওয়াতে মন মেলেছে ডানা ..
তার মন তুলিতে আমি শত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি,
তার মন তুলিতে আমি কত স্বপ্ন মাখি
আনমনে কত কি আঁকি।।

Bengali Song Lyrics Bindu Kona Imran Mahmudul