Shada Golap Lyrics by Highway Band
Shada Golap Lyrics by Highway Band:
Shada Golap Song Is Performed by Highway Band And Sung by Aether. Train Poka Bengali Album Song Shada Golap Lyrics Written by Band Highway.
Shada Golap Song Credits:
Shada Golap Song Lyrics In Bengali:
না হয় একটা মিথ্যে বলেছি
তাতে এমন কি হয়েছে,
নিস্পাপ কিছু স্বপ্ন ভেঙ্গেছে
যেটা সত্যি বললেও ভেঙ্গে যেত।
না হয় একটা গোলাপ এনেছি
তাতে এমন কি হয়েছে,
ছয়টি ঋতুর আকাশ
আর চেনা আছে যত পথ,
সবকিছু তুমিময় হয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।।
না হয় একটু মুচকি হেসেছো
তাতে এমন কি হয়েছে,
শরীরের যত কোষ
আর রক্তের যত কণা,
সবকিছুতেই মিশে গিয়েছে।
না হয় তুমি চলেই গিয়েছো
তাতে এমন কি হয়েছে,
সময় যা পরাধীন ছিলো
তোমার দেয়ালে বন্দী,
সময়টা আজ থেমেই গিয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।।