Bhul Koreche Bhul Lyrics | ভুল করেছে ভুল লিরিক্স | Mahtim Shakib | Madhubanti
Mahtim Shakib And Madhubanti Bagchi present “Bhul Koreche Bhul Lyrics“. This new song features and is sung by Mahtim Shakib & Madhubanti Bagchi. The music is composed by Prasen-Mainak and lyrics are penned by Prasen.
Bhul Koreche Bhul Song Details:
- Song Name : Bhul Koreche Bhul
- Film Name : Kuler Achaar
- Singer : Mahtim Shakib & Madhubanti Bagchi
- Composer : Prasen-Mainak
- Lyricist : Prasen
- Programming & Sound design : Mainak Mazoomdar
- Sound Engineer : DevJeet Roy Chowdhury
- Vocal Mixed And Mastered by : Shiladitya Sarkar
- Presented By : Prasen’er Dolbol
- Directed by : Sudeep Das
- Creative Director : Mainak Bhaumik
- Label : SVF
Bhul Koreche Bhul Lyrics In Bengali :
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
আমি পদ্ম পাতার জল
তুমি নাম না জানা ফুল,
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর,
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলার ঘর,
কেন ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর ?
তুমি পদ্ম পাতার জল
আমি নাম না জানা ফুল,
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
Bhul Koreche Bhul Lyrics In English :
Bhul koreche bhul tomar elo chul
BHul korechi ei modhumaser belay
Ami podmo patar jol
Tumi naam na jana phul
Ami rohossher raajpoth
Tumi paliyecho iskul
Tomar kache hoyto esob
nichok khelaghor
Tobu ghum peye jaay ghum vanganor por
Tomar kache hoyto esob
nichok khelar ghor
Keno ghum peye jaay ghum bhanganor por
Tumi poddo patar jol
Ami naam na jana ful
Ami rahasya er rajpoth
Tumi paliyecho iskul
বিক্রম চ্যাটার্জী ও মধুমিতা সরকার অভিনীত কুলের আঁচার বাংলা সিনেমার গান ভুল করেছে ভুল গানটি গেয়েছেন মাহাতিম শাকিব ও মধুবন্তী বাগচী। ভুল করেছে ভুল গানের লিরিক্স লিখেছেন প্রসেন।