নারকেলের খোসার দ্বারা পাইলস-এর থেকে মুক্তি | Release from piles by coconut shell

|| নারকেলের খোসার দ্বারা পাইলস-এর থেকে মুক্তি ||

        প্রথমে কিছু নারকেলের খোসা নিন এবং সেটাকে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিন। নারকেলের খোসা যখন পুড়ে ছাই হয়ে যাবে, তখন সেই ছাই-টাকে আলাদা শিশিতে ভরে রাখুন। দেড় কাপ দই বা ঘোলের সাথে তিন গ্রাম নারকেলের খোসার ছাই নিয়ে একই দিনে তিনবার খেতে হবে। একটা কথা মনে রাখবেন, দই বা ঘোল যেন তাজা হয়, টক যেন না হয়। যতই পুরনো পাইলস হোক না কেন একদিনেই ঠিক হয়ে যাবে। এটা খাওয়ার এক ঘন্টা আগে বা পরে যতসম্ভব চেষ্টা করবেন কিছু না খাওয়ার। রোগ যদি অনেক পুরনো হয়, আর একদিন খেয়ে যদি কোন লাভ না হয়, তাহলে এটা তিনদিন পর্যন্ত খেতে থাকুন।


পাইলস হলে কি করা উচিত বা অনুচিত :-

  • পাইলস থেকে মুক্তি পেতে হলে মলাশয় কখনো গরম জল দিয়ে ধোবেন না। বিশেষ করে গরমের সময় যখন ট্যাঙ্কি থেকে গরম জল আসে, তখন মলাশয় গরম জল দিয়ে পরিষ্কার করা থেকে দূরে থাকবেন।
  • একবার পাইলস ঠিক হয়ে যাওয়ার পর অত্যাধিক মশলাযুক্ত খাবার আর উত্তেজক পদার্থ খাওয়া যাবেনা। যদি এরকম করেন তাহলে পাইলস আবার হওয়ার সম্ভাবনা থাকে।

      তাহলে এগুলো ছিল আয়ুর্বেদিক পদ্ধতিতে পাইলস থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় এবং পাইলস হলে কি করা দরকার।আপনি এটা পুরো বিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারেন।

SEE FULL IMAGE


এরকম আরো অন্যান্য আয়ুর্বেদিক টিপস সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *