|| আরও একটা বিনিদ্র রাত ||



আরও

একটা

বিনিদ্র

রাত

বিশ্বজীৎ

বণিক

আরও

একটা

বিণিদ্র

রাত


রাজ্যের

আঁকিবুকি

দাগ

কাটে

হৃদ
,
 

ভীড়

করে

আসে

না

পাওয়া

মূহুর্ত

সোজা

চলেতে

চায়না


জীবন
;
 

তারারা

চেয়ে

থাকে

আলোকবর্ষ

দূর

থেকে
,
 

অবাধ্য

ছেলেটার

দিকে
;
 

পাতার

ভাঁজে

ভাঁজে

অনুভূতিরা

মাথা

ঠোকে
,
 

তোমার

ছোঁয়া

পেতে

জানিনা

কোথায়

চলেছি

মরু

পথ

ধরে
,
 

কাঁটা

তনুতে

বয়ে


কবে

শেষ

হবে


পথ

চলা

তিমির

রাত্রির

বুক

থেকে

উঠে

আসবে

কি

তুমি

শতদলের

মতো

ফুটে

উঠবে


চিরাচরিত

প্রেমের

প্রস্তাব

নিয়ে
,
 

সেদিন

রাখবো

না

কোন

অভিসন্ধি


অলীক

বোনা

স্বপ্ন

বাস্তবায়ন

করবোই

তোমার

সঙ্গ

পেলে


ফুটে

উঠবে

রজনীগন্ধা

বাগান

জুড়ে
,
 

তানপুরা

বাজবে

সাঁঝের

বেলা
;
 

আকাশ

জুড়ে

নামবে

তারা

খসা

কাটবে

সে

প্রহর

অভিসারী
,  

ভরবে

সুখে

হিয়া


Comments

3 responses to “|| আরও একটা বিনিদ্র রাত ||”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *